উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন ছবি ‘কিংডম’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। কিন্তু তার মাঝেই এল দুঃসংবাদ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল এই জনপ্রিয় অভিনেতাকে। সূত্রের খবর, বিজয় বর্তমানে চিকিৎসাধীন থাকলেও দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে অভিনেতার পাশে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
এদিকে, বিজয় দেবেরাকোণ্ডার অসুস্থতা সত্ত্বেও ‘কিংডম’ ছবির প্রচারের কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে ছবির টিম কারণ ছবিটি মুক্তির আর বেশি দেরি নেই। গৌতম তিন্নানুরি পরিচালিত ‘কিংডম’ ছবিটি প্রযোজনা করেছেন সাই সৌজন্যা এবং নাগা ভামসি এস। ফরচুন ৪ সিনেমাস এবং সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এই ছবি। সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন গিরিশ গঙ্গাধরন এবং জোমন টি জন। ছবিতে বিজয় দেবেরাকোণ্ডা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভাগ্যশ্রী বোর্সে এবং সত্যদেবকে।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তন হয়েছে ছবিটির। প্রথমে ৩০ মে মুক্তির কথা থাকলেও, তা পিছিয়ে ৪ জুলাই করা হয়। বর্তমানে এটি ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। স্বাধীনতা পরবর্তী সিংহলী-তামিল সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই অ্যাকশন ছবিতে শরণার্থী সঙ্কটের বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।