উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জগদীপ ধনখকরের উত্তরসূরি কে হবেন? তা নিয়ে চলছে জোর জল্পনা। এরই মাঝে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছাই করল ‘ইন্ডিয়া’ জোট। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
গতকাল সন্ধ্যায় উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে মল্লিকাজুর্ন খাড়গের বাড়িতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। এদিন দুপুরে আরও একপ্রস্থ বৈঠক সেরে নেওয়ার পর উপরাষ্ট্রপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেন কংগ্রেস সভাপতি।
নাম ঘোষণার পর খাড়গে বলেন, ‘ইন্ডিয়া জোটের সব শরিক দল এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানিক মূল্যবোধের ধারক হিসেবে এক অরাজনৈতিক মুখকে বেছে নিয়েছি আমরা।প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ। দীর্ঘ এবং সম্মাননীয় আইনি কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক হিসাবে, গোহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে এবং পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একনিষ্ঠ এবং সাহসী সমর্থক। তাঁর অনেক রায় পড়লে জানা যাবে যে, তিনি কীভাবে দরিদ্র মানুষের পক্ষ নিয়েছেন এবং সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করেছেন।’
বিস্তারিত আসছে……………