VHP | ‘প্রত্যেক পরিবারে ৩টি সন্তান আবশ্যক’, হিন্দু জনসংখ্যার ‘ভারসাম্যহীনতা’ মোকাবিলায় পরামর্শ বিশ্ব হিন্দু পরিষদের

VHP | ‘প্রত্যেক পরিবারে ৩টি সন্তান আবশ্যক’, হিন্দু জনসংখ্যার ‘ভারসাম্যহীনতা’ মোকাবিলায় পরামর্শ বিশ্ব হিন্দু পরিষদের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে কমেই চলেছে হিন্দুদের জন্মহার। তাই প্রতিটি হিন্দু পরিবারে কমপক্ষে তিনটি সন্তান নেওয়া আবশ্যক। হিন্দুদের ক্রমহ্রাসমান জন্মহার (Hindu inhabitants imbalance) নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমনটাই দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)।

শনিবার প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা বলেন, ‘হিন্দুদের জন্মহার কমতে থাকায় দেশে হিন্দু জনসংখ্যার ভারসাম্যহীনতা তৈরি করেছে। হিন্দু সমাজের শ্রদ্ধেয় সাধুরা প্রতিটি হিন্দু পরিবারে কমপক্ষে তিনটি সন্তানের জন্ম নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতেও বাংলাদেশের মতো হিন্দুদের পরিস্থিতি তৈরি করবে হুমকি দিচ্ছে অনেকে। দেশের হিন্দুদের এই বিষয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ডের স্বৈরাচারী এবং সীমাহীন অধিকার সীমিত করার জন্য একটি আইন সংস্কার আইন আনছে।’

এদিনের সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন। তিনিও বলেন, ‘ভারতের সনাতন ঐতিহ্য এই মহাকুম্ভে দৃশ্যমান, যা সমগ্র বিশ্ব দেখতে পাচ্ছে।’ সেই সঙ্গেই বিশ্ব হিন্দু পরিষদের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘১৯৮০ সালের পর থেকে এই পবিত্র ভূমিতে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র তীরে বিশ্ব হিন্দু পরিষদ অনেক সংকল্প গ্রহণ করেছে। যা আমরা আজ বাস্তব আকারে দেখতে পাচ্ছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *