Ves Paes | প্রয়াত প্রাক্তন ভারতীয় হকি তারকা ভেস পেজ! পিতৃহারা লিয়েন্ডার

Ves Paes | প্রয়াত প্রাক্তন ভারতীয় হকি তারকা ভেস পেজ! পিতৃহারা লিয়েন্ডার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রয়াত হলেন ভারতের প্রাক্তন হকি তারকা তথা বিখ্যাত ক্রীড়া চিকিৎসক ভেস পেজ (Ves Paes)। তিনি ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) বাবা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভেস পেজ ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে (Olympics) ব্রোঞ্জ পদকজয়ী হকি দলের সদস্য ছিলেন। তার আগের বছর বার্সেলোনায় হকি বিশ্বকাপে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

ভেস অসুস্থ থাকাকালীন বাড়িতেই তাঁর সমস্ত চিকিৎসার ব‍্যবস্থা করেছিলেন ছেলে লিয়েন্ডার। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ভেসকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। তবুও শেষরক্ষা হয়নি।

ক্রীড়াবিদ হওয়ার পাশাপাশি তিনি স্পোর্টস মেডিসিনের চিকিৎসক ছিলেন। ভারতীয় ক্রিকেট দল, ভারতের ডেভিস কাপ দল সহ দেশের একাধিক প্রথম সারির ক্রীড়া সংস্থার ফিজিও এবং চিকিৎসক হিসাবে কাজ করেছেন তিনি। ভেসের মৃত্যু ভারতীয় ক্রীড়াজগতে অপুরণীয় ক্ষতি বলে মনে করছে ক্রীড়ামহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *