Veda Krishnamurthy Retirement | বিশ্বকাপের বাকি দুমাস, তার আগেই অবসর নিলেন বেদা কৃষ্ণমূর্তি

Veda Krishnamurthy Retirement | বিশ্বকাপের বাকি দুমাস, তার আগেই অবসর নিলেন বেদা কৃষ্ণমূর্তি

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশ্বকাপ আর মাত্র দুইমাস বাকি। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ভারতের জাতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। শুক্রবার তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভারতের এই মহিলা ক্রিকেটার ৩২ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন।

বেদা লিখেছেন, অনেক বড় স্বপ্ন নিয়ে ছোট শহর থেকে বড়ো হয়েছি। এরপর ভারতীয় দলের জার্সি পরা। যে সব স্মৃতি রয়েছে তার জন্য ক্রিকেটের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু এখন খেলা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে ক্রিকেট থেকে সরছি না। সব সময় টিমের পাশে রয়েছি। ক্রিকেট শুধু একটা জীবন নয়। আমাকে পরিচিতি দিয়েছে, লড়াই শিখিয়েছে। নিজের পরিবার, ভারতীয় ক্রিকেট বোর্ড, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা, সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন বেদা কৃষ্ণমূর্তি।

ভারতীয় মহিলা দলের হয়ে ২০১১ থেকে ২০২০ পর্যন্ত খেলেছেন বেদা কৃষ্ণমূর্তি। ৪৮টি এক দিনের ম্যাচ ও ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এক দিনের ক্রিকেটে ৮২৯ রান এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৭৫ রান করেছেন তিনি।

২০১১ ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৮ বছরেই অভিষেক হয় বেদার। প্রথম ম্যাচে ৫১ রান করেন তিনি। ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৭০ রানের ওপর ভর করে ভারত ফাইনালে ওঠে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত তিনি নিয়মিত দলের সদস্য ছিলেন। সেটিই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *