Vaibhav Suryavanshi | মাঠে নেমেই ছক্কা, অভিষেক ম্যাচে ব্যাটে ঝড় তুলে আইপিএলে জাত চেনালেন ১৪ বছরের বৈভব

Vaibhav Suryavanshi | মাঠে নেমেই ছক্কা, অভিষেক ম্যাচে ব্যাটে ঝড় তুলে আইপিএলে জাত চেনালেন ১৪ বছরের বৈভব

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৪ বছর ২৩ দিন। আর এই বয়সেই আইপিএল খেলে তাক লাগিয়ে দিলেন বিহারের কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এত অল্প বয়সে অতীতে আইপিএলে খেলেননি কোনও ক্রিকেটারই। বৈভবের অভিষেক হয়েছে আইপিএলের অন্যতম সেরা ক্রিকেটার সঞ্জু স্যামসনের (Sanju Samson) বিকল্প হিসেবে। রাজস্থান রয়্যালসের হয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে মন জিতে নিয়েছে আপামর দেশবাসীর। বৈভব আইপিএলের (IPL 2025) ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার। রাজস্থানের হয়ে তার ২০ বলে ৩৪ রানের ইনিংস বুঝিয়ে দিল, লম্বা রেসের ঘোড়া সে। বৈভব ভাল খেললেও লখনউয়ের কাছে মাত্র ২ রানে হারতে হল রাজস্থানকে।

শনিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামার সময় তার বয়স ছিল ১৪ বছর ২৩ দিন। অভিষেক ম্যাচেই ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটে নজর কাড়লেন বিহারের কিশোর বৈভব সূর্যবংশী। যার জায়গায় তিনি প্রথম একাদশে এসেছিলেন, তিনি আইপিএলের বেশ বড় নাম। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। চোট পাওয়ায় সঞ্জু শনিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Tremendous Giants) বিরুদ্ধে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেন রিয়ান পরাগ। ফলে রাজস্থানের দরকার ছিল এক ওপেনার। ১৪ বছর ২৩ দিনের বৈভবের উপর ভরসা দেখান রাহুল দ্রাবিড়েরা (Rahul Dravid)। তবে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে হয়নি তাকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুধু ব্যাট করেছে। আর শুরুতেই যে কাজটা সে করেছে তাতে পরের ম্যাচগুলিতে তাকে প্রথম একাদশের বাইরে বসিয়ে রাখা কঠিন।

এদিন যশস্বী জয়সওয়ালের ( Yashasvi Joiswal) সঙ্গে ওপেনারের দায়িত্ব পালন করেন বৈভব। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৮১ রান তাড়া করতে নেমেছিল রাজস্থান। অভিষেক ম্যাচে সাধারণত সকলে একটু ধরে খেলার চেষ্টা করে। ভাবে, শূন্য রানে যেন ফিরতে না হয়। কিন্তু বৈভব সে সবের ধার ধারে না। শার্দূল ঠাকুরের(Shardul Thakur) মতো পোড়খাওয়া বোলারের প্রথম বলেই কভারের উপর দিয়ে যে ছক্কাটা সে মারল তা দেখে বিশ্বের সেরা ব্যাটারেরাও হাততালি দিতে বাধ্য।  সেই শটটাই তার সব জড়তা কাটিয়ে দিল। পরের ওভারে আবেশ খানের বলে আরও একটা ছক্কা হাঁকালেন বৈভব। প্রথম চার বলেই তার জোড়া ছক্কা ঘোষণা করে দিল, ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার দিন আর বেশি দূরে নেই।

এইডেন মারক্রামের বলে যখন তাকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় স্টাম্প করলেন ঋষভ পন্থ। বৈভবের নামের পাশে জ্বলজ্বল করছে ২০ বলে ৩৪ রান। আইপিএল অভিষেকেই নজর কাড়ল বিহারের কিশোর। তাঁর ব্যাট থেকে এসেছে ২টি চার ও ৩টি ছক্কা। ১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিং করল বৈভব। অভিষেকেই সুপারহিট।

যদিও আউট হয়ে বেজায় হতাশ বৈভব। মাঠ ছেড়ে বেরনোর সময় কেঁদেই ফেলল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই সমবেদনা জানিয়েছেন বৈভবকে। পাশাপাশি তাঁকে মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন সতীর্থরা। পিঠ চাপড়ে দিয়েছেন খোদ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় বলেছেন, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে যেভাবে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে বৈভব, তারিফ করার মতোই।

এদিন টসের সময়ই রাজস্থানের পরিবর্ত অধিনায়ক রিয়ান পরাগ জানিয়ে দিয়েছিলেন সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে ইমপ্যাক্ট প্লেয়ার(Affect participant) হিসাবে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী। এর পরেই হইচউ শুরু হয়ে যায় বিহারের এই কিশোরকে নিয়ে। আর প্রথম ম্যাচেই জাত চিনিয়ে দিলেন সঞ্জুর পরিবর্ত কিশোর বৈভব। ১৮ বছর বয়সে রাজস্থানের জার্সিতে যশস্বীরও অভিষেক হয়েছিল। বৈভবের মধ্যে হয়তো কিশোর যশস্বীকে দেখতে পাচ্ছিলেন তিনি।  বৈভবকে আউট করে ঋষভ পন্থেরা(Rishabh Pant) যে ভাবে উল্লাস করলেন, তা আদতে জিতিয়ে দিল বৈভবকে। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লিখিয়ে নিলেন বিহারের কিশোর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *