Uttarkanya Abhijan | ‘অপবিত্র’ উত্তরকন্যাকে ‘পবিত্র’ করব, শিলিগুড়িতে অভিযানের আগেই হুংকার শংকরের

Uttarkanya Abhijan | ‘অপবিত্র’ উত্তরকন্যাকে ‘পবিত্র’ করব, শিলিগুড়িতে অভিযানের আগেই হুংকার শংকরের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: তৃণমূলের চোর-চোট্টা নেতা,মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কারণে ‘উত্তরকন্যা’ অপবিত্র হয়েছে! আজকে বিজেপি ‘উত্তরকন্যা অভিযান’ কর্মসূচির মধ্যে দিয়ে সেই উত্তরকন্যাকেই পবিত্র করবে। পাশাপাশি, এখানে হরিনাম সংকীর্তন করা হবে। সোমবার ‘উত্তরকন্যা’ অভিযানের ঠিক আগেই এমনটা জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, ‘আমরা উত্তরবঙ্গের নেতা কর্মীদের ‘উত্তরকন্যা’ দেখিয়ে নিয়ে গেলাম। ২০২৬ সালের পর থেকে এখানেই বিজেপির মন্ত্রীরা বসবেন।’

উল্লেখ্য, ২১ জুলাই যুব মোর্চার ব্যানারে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এই অভিযানের নেতৃত্ব দিতে ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান কে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাস বোঝাই করে কর্মী সমর্থকরা শিলিগুড়ির কাছে ফুলবাড়ীতে জমায়েত হতে শুরু করেছেন।

জানা গেছে চুনাভাটিতে প্রাথমিক সভার পর উত্তরকন্যা অভিযান করবেন শুভেন্দু সহ নেতাকর্মী সমর্থকরা। যদিও উত্তর কন্যার বহু আগেই বিজেপির কর্মী সমর্থকদের আটকে দেওয়ার পরিকল্পনা করেছে পুলিশ তৈরি করা হয়েছে ব্যারিকেড। প্রস্তুত রাখা হয়েছে জল কমান। ড্রোন ব্যবহার করে। এই পরিস্থিতিতে উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *