Uttarbanga Specific | ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ! থমকে গেল উওরবঙ্গ এক্সপ্রেস, বিপাকে যাত্রীরা

Uttarbanga Specific | ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ! থমকে গেল উওরবঙ্গ এক্সপ্রেস, বিপাকে যাত্রীরা

খেলাধুলা/SPORTS
Spread the love


দিনহাটা: বামনহাট-শিয়ালদাগামী উওরবঙ্গ এক্সপ্রেস নিয়ে যাত্রীদের মধ্যে আশঙ্কার মেঘ যেন কোনওভাবেই কাটছে না। গত ১০ এপ্রিল বামনহাট (Bamanhat) থেকে উওরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে ধোয়া বের হওয়ার পর ফের শিয়ালদা থেকে বামনহাট আসার পথে ওকড়াবাড়ি বাণী দাস এলাকায় যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল ট্রেন। এই ঘটনায় বৃহস্পতিবার আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

এদিন নির্দিষ্ট সময় থেকে প্রায় চার ঘন্টারও বেশি সময় দেরিতে চলছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস (Uttarbanga Specific)। তারই মধ্যে শিয়ালদা (Sealdah) থেকে বামনহাটের উদ্দেশে আসার পথে দিনহাটা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ওকরাবাড়ির বাণীদাস এলাকায় আচমকাই ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে বিপাকে পড়েন যাত্রীরা। যদিও রেলের তরফে দ্রুত কাজ শুরু করা হয়। প্রায় ঘন্টা দেড়েকের বেশি সময় অপেক্ষার পর অবশেষে ইঞ্জিন ঠিক হয়। এরপর গন্তব্যের উদ্দেশে রওনা হয় ট্রেনটি।

যাত্রী ফরমান মল্লিকের কথায়, ‘হঠাৎই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আমরা আতঙ্কে নীচে নেমে পড়ি।’ এমনিতেই ট্রেন সময়ের থেকে দেরিতে রয়েছে, তার ওপর এমন ঘটনায় ব্যাপক সমস্যায় পড়তে হয় বলে জানান তিনি।

এবিষয়ে উওর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মার কথায়, উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ দিনহাটা ও বামনহাট স্টেশনের মাঝামাঝি এলাকায়। এরপর রেলের তরফে দ্রুত সেই সমস্যা সমাধান করা হলে বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় বামনহাটে যাত্রা শুরু করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *