উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে তুষারধসে (Uttarakhand avalanche) মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭। আজ রবিবার আরও ৩ জনের দেহ উদ্ধার হয়। শুক্রবার চামলি জেলায় বদ্রীনাথ মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে মানা গ্রামের কাছে বর্ডার রোড অর্গানাইজেশনের (BRO) প্রোজেক্ট এলাকায় রাস্তা থেকে বরফ পরিষ্কারের সময় ভয়াবহ তুষারধস নেমে আসে। আটকে পড়েন ৫৪ জন শ্রমিক। তারমধ্যে ১০ জনকে কিছুক্ষণের মধ্যেই বের করা সম্ভব হয়। বাকিদের মধ্যে কয়েকজনকে ধাপে ধাপে উদ্ধার করা হয়। সব মিলিয়ে শুক্রবার রাতের মধ্যেই ৩৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। সেনাবাহিনী, বিমানবাহিনী, আইটিবিপি, এনডিআরএফ ও এসডিআরএফের সহযোগিতায় শনিবার উদ্ধার হয় ১৭ জন। যদিও চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। এখনও ১ জনের কোনও খোঁজ নেই বলে জানা গেছে। তার খোঁজে তল্লাশি চলছে।
৩২০০ মিটার উচ্চতায় মাইনাস ১২ ডিগ্রি তাপমাত্রায় উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে। এছাড়া কখনও কখনও বৃষ্টিতেও বাধা তৈরি হচ্ছে। তবে ২০০র বেশি কর্মী দিনরাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছেন। ভারতীয় সেনার ৬ টি কপ্টারকে কাজে লাগানো হচ্ছে। এছাড়াও বিমানবাহিনীর ২ টি ও একটি প্রাইভেট কপ্টারকেও উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলবে বলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন।