Uttarakhand | নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি! রূদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে পড়ল যাত্রীবাহী বাস, নিখোঁজ ১০

Uttarakhand | নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি! রূদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে পড়ল যাত্রীবাহী বাস, নিখোঁজ ১০

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে (Uttarakhand)। রূদ্রপ্রয়াগে (Rudraprayag) অলকানন্দা নদীতে (Alakananda River) নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ উলটে পড়ল বাস (Bus)। ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ১০ জন যাত্রী (Passengers lacking)।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে রূদ্রপ্রয়াগের ঘোলতির এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, পাহাড়ি পথে যাওয়ার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে বাসটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ এবং উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দল। সেখান থেকে ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরই তাঁদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের খোঁজে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। একজন যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার খবর নিশ্চিত করেছেন গাড়োয়ালের বিভাগীয় কমিশনার বিজয়শংকর পাণ্ডে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় একটি যাত্রীবাহী বাসের নদীতে পড়ে যাওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। এসডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই বিষয়ে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। সকলের নিরাপত্তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’

ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মানববন্ধন করে আহত যাত্রীদের পাহাড়ের উপরে উঠতে সাহায্য করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পুলিশ, প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দলের শীর্ষ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। পুরো উদ্ধার অভিযানটি পর্যবেক্ষণ করছেন তাঁরা। সেই সঙ্গে জনগণকে কোনও গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *