করণদিঘি: কাঠবোঝাই ভুটভুটি ও বাইকের সংঘর্ষ। মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রসাখোয়া-বোতলবাড়ি রাজ্য সড়কের রাঘবপুরডাঙ্গি এলাকায়। মৃত কিশোরের নাম হারুন রসিদ (১৪)।
স্থানীয়রা জানান, রাঘবপুরডাঙ্গি এলাকা থেকে রসাখোয়ার (Rasakhowa) অভিমুখে বাইক চালিয়ে যাচ্ছিল হারুন। অপরদিক থেকে বোতলবাড়ি এলাকায় আসা একটি কাঠবোঝাই ভুটভুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়ে ওই কিশোর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ (Karandighi Police)। এদিকে ঘটনার পরই গা ঢাকা দিয়েছে ভুটভুটির চালক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical School & Hospital) পাঠানো হয়েছে। ভুটভুটির চালকের খোঁজে তল্লাশি চলছে।