উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। বুধবার ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। আর তার কয়েক ঘন্টা পরই এবার পাকিস্তানের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করলেন ট্রাম্প (US-Pak Commerce Deal)। পাকিস্তানের বিশাল তেলের ভাণ্ডারের উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি (Oil partnership)। এমনকি এই পদক্ষেপের ফলে পাকিস্তান হয়তো কোনও একদিন ভারতে তেল রপ্তানি করতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরই তা জানিয়ে বুধবার ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘আমরা সবেমাত্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি। এর মাধ্যমে পাকিস্তানের বিশাল তেলের ভাণ্ডারের উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করবে।’ সেই সঙ্গে ভারতকে ‘খোঁচা’ দিয়েই তিনি লিখেছেন, ‘কে জানে, হয়তো পাকিস্তানই একদিন ভারতকে তেল বিক্রি করবে।’ এই অংশীদারিত্বের নেতৃত্ব কোন তেল উত্তোলনকারী সংস্থা থাকবে, তা নির্বাচন করার প্রক্রিয়া এখনও চলছে বলে জানিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, গত সপ্তাহেই মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে দেখা করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। এরপরই জানানো হয়েছিল, আমেরিকা এবং পাকিস্তান একটি বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে। এমনকি বৈঠকে দুই দেশের প্রতিনিধিই গুরুত্বপূর্ণ খনিজের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং সহযোগিতা জোরদার করার গুরুত্বের উপর জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল।
এদিকে, নয়াদিল্লি চড়া হারে শুল্ক নেয় বলে অভিযোগ ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ বুধবার ট্রাম্প লেখেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক অনেক বেশি। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি।’ এরপরই রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এছাড়া, ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এ সব কাজ ভালো নয়। তাই ভারত এবার থেকে ২৫ শতাংশ শুল্ক দেবে।’ আগামী ১ অগাস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। এমনকি এই শুল্কের পাশাপাশি একটি জরিমানাও নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তবে সেই জরিমানা কী হতে পারে, তা স্পষ্ট করেননি ট্রাম্প।
অন্যদিকে, ট্রাম্পের শুল্কবাণের পরই ভারত বিবৃতি জারি করে সাফ জানিয়েছে, জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র। ট্রাম্পের ঘোষণা কতটা প্রভাব ফেলতে পারে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এখনও বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে দর কষাকষি জারি রয়েছে। এরই মাঝে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেরল আমেরিকা।