US Assault on Iran | হামলায় ইরানের পরমাণুকেন্দ্র ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে, দাবি সিআইএ কর্তার

US Assault on Iran | হামলায় ইরানের পরমাণুকেন্দ্র ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে, দাবি সিআইএ কর্তার

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মার্কিন হামলায় ইরানের পরমাণুকেন্দ্র ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। এই হামলা দেশটির পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে, এমনই দাবি করলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র‍্যাটক্লিফ।

আমেরিকার দুটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মার্কিন সেনা হামলা চালালেও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। কয়েক মাসের জন্য পিছিয়েছে মাত্র। হামলায় যতটা ক্ষয়ক্ষতি হওয়ার ছিল, তার চেয়ে কম হয়েছে। হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ সরিয়ে ফেলেছিল। ফলে পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়েছে। মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে ওই প্রতিবেদন লেখা হয়েছিল। তবে গোয়েন্দাদের নাম প্রকাশ করা হয়নি।

এনিয়ে ক্ষোভ উগরে দেন মার্কিন প্রেসিডেন্ট। নিশানা করেন দুই সংবাদ মাধ্যমকে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কয়েকটি সংবাদমাধ্যম ভুয়ো খবর ছড়িয়ে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্বকে খাটো করে দেখাতে চাইছে।’

ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার পর এনিয়ে মন্তব্য করলেন সিআইএ’র পরিচালক জন র‍্যাটক্লিফ। তিনি বলেছেন, ‘মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রগুলি ধ্বংস হয়েছে।’ ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাইও একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের পরমাণুকেন্দ্রগুলি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে, এটা নিশ্চিত।’ প্রসঙ্গত, রবিবার ইরানের ফোরদো, নাতান্‌জ ও ইসফাহানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন সেনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *