US Army Flights | অবৈধবাসীদের ফেরাতে সামরিক বিমানের ব্যবহার বন্ধ করল আমেরিকা : সূত্র

US Army Flights | অবৈধবাসীদের ফেরাতে সামরিক বিমানের ব্যবহার বন্ধ করল আমেরিকা : সূত্র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবৈধবাসীদের ফেরাতে মার্কিন সামরিক বিমানের (US Army Flights) ব্যবহার আপাতত বন্ধ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত ১ মার্চ অবৈধবাসীদের নিয়ে একটি সামরিক বিমান রওনা দিয়েছিল আমেরিকা থেকে। এরপর থেকে আর কোনও বিমান অবৈধবাসীদের ফেরত পাঠানোর কাজে ব্যবহার হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সামরিক বিমানে অবৈধবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ব্যয় সাপেক্ষ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট (US President) পদে দ্বিতীয়বার বসার পর থেকেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে ফেরত পাঠাতে উদ্যোগী হন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার সামরিক বিমান সি-১৭ গ্লোবমাস্টার এবং সি-১৩০-এ করে ভারত সহ বিভিন্ন দেশে অবৈধবাসীদের ফেরত পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে বেশকিছু দেশে সামরিক বিমান পাঠানো ব্যয়বহুল হয়েছে আমেরিকার। সামরিক বিমানে করে এক এক জন অবৈধবাসীকে আমেরিকা থেকে গুয়াতেমালায় পাঠানোর জন্য ট্রাম্প প্রশাসনের খরচ হয়েছে ৪,৬৭৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় চার লক্ষ টাকা। যেখানে বাণিজ্যিক বিমানে আমেরিকা থেকে গুয়াতেমালায় অবৈধবাসীকে পাঠাতে খরচ পড়ত ৮৫৩ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ হাজার টাকা।

এছাড়া সি-১৭ গ্লোবমাস্টার বিমানের যাত্রাপথে সামরিক বিমানটি মেক্সিকোর আকাশপথ ব্যবহার করতে পারে না। ফলে বেশ কিছু গন্তব্যে যাওয়ার জন্য ঘুরপথে চলাচল করতে হচ্ছিল বিমানটিকে। এসব নানা কারণে আপাতত ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *