উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্ট (Supreme Court docket) নির্দেশ দিলে এতদিন ধরে বিভিন্ন দেশের কাছ থেকে শুল্ক বাবদ যে টাকা আমেরিকা (US) আদায় করেছে, তার অর্ধেকই ফেরত দিতে হবে। তাতে বিরাট ধাক্কা খাবে মার্কিন অর্থনীতি। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অর্থসচিব স্কট বেসেন্ট।
সম্প্রতি আমেরিকার একটি আদালত কিছুদিন আগে জানিয়েছিল, বিভিন্ন দেশের উপর ট্রাম্প যে শুল্ক আরোপ করেছেন, তা বেআইনি। যদিও শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়নি আদালত। সময় দেওয়া হয়েছে অক্টোবর পর্যন্ত। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। রবিবার মার্কিন অর্থসচিব এ প্রসঙ্গে বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ বিপক্ষে গেলে সমস্যা হবে। আমাদের শুল্কের অর্ধেক টাকাই ফেরত দিয়ে দিতে হবে।’ বিপক্ষে রায় এলে সেক্ষেত্রে কি করা হবে সেবিষয়ে অবশ্য মার্কিন অর্থসচিব খোলসা করে কিছু বলতে চাননি। তবে তিনি জানিয়েছেন, শুল্কের ক্ষেত্রে পদক্ষেপের জন্য অন্য উপায় রয়েছে। আপাতত হোয়াইট হাউস তাকিয়ে আদালতের রায়ের দিকে।