উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের দেশেই ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! বিভিন্ন দেশের উপর চাপানো অধিকাংশ শুল্কই ‘বেআইনি’। এমনটাই জানাল আমেরিকার (US) এক আপিল আদালত। যদিও শুল্ক আরোপের সিদ্ধান্তে এখনই স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। মার্কিন সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন ট্রাম্প। সেখান থেকেও যদি তাঁর সিদ্ধান্তকে বেআইনি বলা হয়, তবে শুল্ক প্রত্যাহার করতে হবে আমেরিকাকে।
আমেরিকার ফেডেরাল সার্কিটের আপিল আদালতে শুল্ক সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। শুক্রবার আদালত জানিয়েছে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অনেক সিদ্ধান্তই বেআইনি। এভাবে শুল্ক আরোপ করে দেওয়া যায় না। আদালতের পর্যবেক্ষণ, ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এত দেশের উপর এত রকমের শুল্ক আরোপ করেছেন। কিন্তু তা করতে গিয়ে তিনি নিজের কর্তৃত্বের সীমা অতিক্রম করে গিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে সময় দিয়েছে আদালত। আপাতত অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে। এরপর এনিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এই সময়ের মধ্যে মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারবেন ট্রাম্প।
এদিকে আদালতের রায়কে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘ভুল’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। লিখেছেন, ‘সমস্ত শুল্কই এখনও বহাল রয়েছে। আপিল আদালত জানিয়েছে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত, এটা ভুল।’ শুল্ক তুলে নিতে হলে, তা দেশের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায় অনৈতিক, একতরফা শুল্কও সহ্য করা হবে না।