উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনা (UP Practice Accident)। দুটি মালগাড়ির সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছেন দুই লোকো পাইলট। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফতেহপুরে (Fatehpur)। অনুজ রাজ (২৮) এবং শিব শংকর যাদব (৩৫) নামে দুই লোকো পাইলটের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সূত্রের খবর, সিগন্যাল না পেয়ে একটি মালগাড়ি লাইনে দাঁড়িয়েছিল। কোনওভাবে একই লাইনে চলে আসে অপর মালগাড়ি। দাড়িয়ে থাকা মালগাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে সেটি। ধাক্কা খাওয়ার পর ইঞ্জিন এবং গার্ড কোচ লাইন থেকে বেরিয়ে যায়। ওই লাইনে রেল চলাচল সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। উদ্ধারকাজ শুরু হয়। খবর পৌঁছান রেল পুলিশ (Police) ও আধিকারিকরা। দুই লোকো পাইলটকে হেলথ সেন্টারকে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, কোনওভাবে সিগন্যাল এড়িয়ে গিয়েছিলেন দ্বিতীয় গাড়ির চালক। তবে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।