Uorfi Javed | ‘ওঁর বিয়ে ভেঙে দিয়েছিলাম’, প্রেমের কথা স্বীকার উর্ফির! প্রেমিকের পরিচয় জানেন?

Uorfi Javed | ‘ওঁর বিয়ে ভেঙে দিয়েছিলাম’, প্রেমের কথা স্বীকার উর্ফির! প্রেমিকের পরিচয় জানেন?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নেটপাড়ায় চর্চিত মুখ উর্ফি জাভেদ (Uorfi Javed)। নিজের পোশাকের কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন তিনি। কিছুদিন আগেই অতীতে করা ফিলার্স সরাতে গিয়ে রীতিমতো ঠোঁট ফুলে গিয়েছিল তাঁর। যা দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। তবে ফের আরও একবার চর্চায় উর্ফি। তবে এবার কোনও পোশাকের কারণে নয়, বরং উর্ফি নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন প্রেমিকের ব্যাপারেও। সেই সঙ্গে এও জানিয়েছেন, তাঁর প্রেমিকের নাকি অন্য কোথাও বিয়ে নিয়ে কথা হচ্ছিল। যা ভেঙে দেন উর্ফিই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্ফি বলেন, ‘হয়তো দেখা হওয়ারই ছিল, তাই কোনওভাবে দেখা হয়ে গিয়েছে আমাদের। মজার ব্যাপার হল, যখন আমাদের দেখা হয়েছিল তখন ওঁর সম্বন্ধ করে বিয়ে হওয়ার কথা চলছিল। বাড়ির লোকের পছন্দের পাত্রীর সঙ্গে। কিন্তু আমিই তা ভেঙে দিয়েছিলাম। যদিও তখনও কিছু চূড়ান্ত হয়েছিল না।’

শোনা যাচ্ছে, উর্ফির প্রেমিক বিনোদন জগতের কেউ নন। তিনি নাকি দিল্লিনিবাসী শিল্পপতি। সেই সঙ্গে উর্ফি নিজেই জানিয়েছেন, তিনি সর্বদা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলেও তাঁর প্রেমিক একেবারেই প্রচারের আলোয় থাকতে চান না। তিনি অত্যন্ত লাজুক। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাঁর কোনও উপস্থিতি নেই। ইনস্টাগ্রামেও কোনও পোস্ট নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *