Unlawful Immigrants arrested| অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু আমেরিকায়, গ্রেপ্তার ৫৩৮ জন

Unlawful Immigrants arrested| অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু আমেরিকায়, গ্রেপ্তার ৫৩৮ জন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু কর মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে গত কয়েকদিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে (Unlawful Immigrants arrested)। প্রায় শতাধিক জনকে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। ট্রাম্প সরকারের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অনেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত, সাজাপ্রাপ্ত এমনকি সন্দেভাজন জঙ্গি পর্যন্ত রয়েছেন।’ মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, ওয়াশিংটন,ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামি সহ বেশ কিছু শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন, সেখানে হানা দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের সীমানা সুরক্ষিত রাখার লক্ষ্য নিয়ে ট্রাম্প প্রশাসন ঠিক কী কী পদক্ষের গ্রহণ করছে, তার একটি ট্রেলার এ দিন দেখানো হলো হোয়াইট হাউসের পক্ষ থেকে।

আমেরিকার মসনদে বসার প্রথমদিনই ট্রাম্প হুঙ্কার দেন, নথিবিহীন অভিবাসীদের আমেরিকায় (US) থাকতে দেওয়া হবে না। পাশাপাশি সংবিধান অনুসারে, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নিয়মও বাতিল করবেন তিনি। প্রসঙ্গত, ১৮৬৮ সালে মার্কিন গৃহযুদ্ধের পরে সে দেশের সংবিধানে ১৪ তম সংশোধনী গৃহীত হয়েছিল। সেখানে বলা হয়েছিল, আমেরিকায় জন্মালেই সেখানকার নাগরিকত্ব মিলবে। আর এতেই রাজি নয় ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই নির্দেশের জেরে বিপাকে পড়বেন সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। কারণ, ১ কোটি ৪০ লক্ষ অভিবাসী রয়েছে মার্কিন মুলুকে। তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *