Unintentionally at risk! Any purpose behind?

Unintentionally at risk! Any purpose behind?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শীতলকুচি: ঘটকালি করে বিপাকে পড়লেন ঘটক। রবিবারের ঘটনাস্থল শীতলকুচি ব্লকের মধ্য মধুসূদন গ্রাম। এদিন ওই গ্রামে জামাইয়ের বাড়িতে এসে কনেপক্ষের কাছে মার খেলেন সাঙ্গারবাড়ির নাসিরউদ্দিন মিয়াঁ।

ঘটনার সূত্রপাত কোথা থেকে? বছরখানেক আগে মধ্য মধুসূদন গ্রামের এক্রামুল মিয়াঁর মেয়ের বিয়ে দিয়েছিলেন নাসিরউদ্দিন। গতবছর মুসলিম ধর্ম মেনে সামাজিকভাবে বিয়ে হয়। কিন্তু স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় বিয়ের এক বছরের মধ্যে বিয়ে ভেঙে যায়। পরে ফের ঘটকের উপস্থিতিতেই দেনা-পাওনা ফিরিয়ে নেয় কনেপক্ষ। শনিবার নাসিরুদ্দিন তাঁর স্ত্রীকে নিয়ে মধ্য মধুসূদন গ্রামে জামাইয়ের বাড়ি এসেছিলেন। তাঁর অভিযোগ, ‘রবিবার এক্রামুলের বাড়ির লোকজন আমার জামাইয়ের বাড়িতে এসে হামলা চালায়। মারধর করা হয় জামাই, মেয়ে, স্ত্রী এবং নাতিকে।’ জামাইয়ের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ তাঁর।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন এক্রামুলের ভাই আজিজুল মিয়াঁ। তাঁর দাবি, তাঁর দাদার মেয়ের সঙ্গে নাসিরুদ্দিন নিজের এক আত্মীয়র বিয়ে দেন। তাঁর ভাইঝিকে বিয়ের পর মারধর এবং মানসিক অত্যাচার করত। ফলে তাঁর ভাইঝি সংসার করতে পারেনি। তিনি বলেন, ‘এদিন জামাইয়ের বাড়িতে এসে আমার ভাইপোকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। উলটে আবার আমাদের নামেই থানায় নালিশ জানিয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করুক।’ এবিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

The submit Cooch Behar | ঘটকালি করে বিপদে ঘটক! নেপথ্যে কোন কারণ? appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *