উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে (UN session) যোগ দিতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM narendra Modi)। পরিবর্তে সেখানে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তাঁর ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখার কথা রয়েছে।
সেপ্টেম্বরের ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে ওই সম্মেলন হবে। ভারতের তরফে বক্তা হিসাবে রাষ্ট্রপুঞ্জের তালিকায় মোদির নাম রাখা হলেও শেষ মুহূর্তে অন্য প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। এবারের অধিবেশনে প্রথম বক্তব্য রাখার কথা ব্রাজিলের। এরপরই আমেরিকার প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভাষণ দেবেন। ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এটাই রাষ্ট্রসংঘে তাঁর অধিবেশন।
প্রসঙ্গত, শুল্কযুদ্ধ আবহে গতকাল মোদি, পুতিন এবং জিনপিংয়ের একটি ছবি পোস্ট করে ট্রাম্প বলেছিলেন, ‘ভারত এবং রাশিয়াকে আমরা চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছি।’ তবে তার কয়েক ঘণ্টার মধ্যেই মতবদল করে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতকে হারাননি। বরং মোদির সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো। শুধু রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে তিনি কিছুটা হতাশ। এই পরিস্থিতিতে এবার অধিবেশনে ট্রাম্প কী বক্তব্য রাখেন, সেদিকেই তাকিয়ে সকলে।