উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ইউক্রেনে (Ukraine) হামলা চালাল রাশিয়া (Russia)। শনিবার ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের একটি রেলস্টেশনে রাশিয়া ড্রোন হামলা চালায় (Drone strike)। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এই হামলার পরই ফুঁসে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তিনি এই হামলাকে ‘বর্বরোচিত’ হিসেবে অভিহিত করে নিন্দায় সরব হয়েছেন।
জানা গিয়েছে, এদিন একটি কিয়েভগামী ট্রেন ওই রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ই স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির উপর আছড়ে পড়ে একাধিক ড্রোন। ঘটনায় ট্রেনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের ভিতর সেই সময় যাত্রীরা ছিলেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জেলেনস্কি। যেখানে দেখা যাচ্ছে যে, আগুনে জ্বলছে ট্রেনটি। ভাঙাচোরা জানলার ফাঁক বগির ভেতরের দৃশ্য ধরা পড়েছে ভিডিওটিতে।
এই ভিডিওটি পোস্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট লিখেছেন, ‘সুমি অঞ্চলের এক রেলস্টেশনে বর্বরোচিত হামলা চালিয়েছে রাশিয়া। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলেই ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনও পর্যন্ত আমরা ৩০ জনের মৃত্যুর খবর পেয়েছি।’ সেই যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়া নিয়েও বিরক্তি প্রকাশ করে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে লিখেছেন, ‘সাধারণ নাগরিকদের উপর যে হামলা চালানো হচ্ছে, রাশিয়ার কাছে তা অজানা নয়। এটি এমন সন্ত্রাসবাদ যা বিশ্ব এড়িয়ে যেতে পারে না। প্রতিদিন রাশিয়া সাধারণ মানুষের জীবন নিচ্ছে। আমরা ইউরোপ এবং আমেরিকার কড়া বিবৃতি শুনেছি। যারা হত্যা এবং সন্ত্রাসকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে অস্বীকার করে তা এখন সেটিকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে। এখনই কেবল মুখে বললে হবে না, বরং কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও কোনও সমাধান মেলেনি।