Ukil Barman launched | বাংলাদেশ থেকে মুক্তি অপহৃত কৃষকের! রাতে দেশে ফিরলেন শীতলকুচির উকিল   

Ukil Barman launched | বাংলাদেশ থেকে মুক্তি অপহৃত কৃষকের! রাতে দেশে ফিরলেন শীতলকুচির উকিল   

শিক্ষা
Spread the love


মনোজ বর্মন, শীতলকুচিঃ সকালেই ভারতে ফিরেছেন পাকিস্তান সেনার হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। রাতে খবর মিলল বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত কৃষক শীতলকুচির উকিল বর্মনের দেশে ফেরার। একইদিনে জোড়া সুখবর পেলেন রাজ্যবাসী। বুধবার রাত্রি ন’টা নাগাদ শীতলকুচির অমৃত বিএসএফ ক্যাম্পে আসেন উকিল। তবে কীভাবে তিনি বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এলেন, কীভাবে বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন তা স্পষ্ট নয়। যদিও উকিলের ফেরার বিষয়ে এখনও কোনও সরকারিভাবে বিবৃতি দেননি বিএসএফ ও জেলা প্রশাসনের কর্তারা। তবে উকিলের দেশে ফেরার সত্যতা স্বীকার করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

জানা গিয়েছে, এদিন রাত ৯টা নাগাদ বাংলাদেশ থেকে ফেরানো হয় বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত কৃষক শীতলকুচির উকিল বর্মন। এদিন রাতে উকিল বর্মন বিএসএফ ক্যাম্পে ফিরেছেন। বৃহস্পতিবার তাঁকে পদ্ধতি মেনে পুলিশের মাধ্যমে বাড়িতে ফেরানো হবে বল খবর। উকিলের ছেলে পরিতোষ বর্মন বলেন, ‘বাবার ফিরে আসার খবরটি শুনেছি। তবে এখনও তাঁর সঙ্গে দেখা হয়নি। আগামীকাল বাড়িতে ফেরানো হবে বলে জেনেছি।’ তবে উকিলের ফিরে আসার খবরে খুশির আবহ তৈরি হয়েছে শীতলকুচির বর্মন পরিবারে।

উল্লেখ্য, কোচবিহার জেলার পশ্চিম শীতলকুচির সীমান্ত গ্রাম বাজারবাড়ির বাসিন্দা উকিল। কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডে তাঁর বিঘাতিনেক চাষের জমি আছে। ১৬ এপ্রিল দুপুরে সস্ত্রীক সেই জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন তিনি। সেইসময় বিএসএফের নাকের ডগা দিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনার ঘণ্টাখানেক আগেই ঘটনাস্থলের খানিক দূরে এক বাংলাদেশি পাচারকারীকে গুলি করেছিল বিএসএফ। তার বদলা নিতেই উকিলকে অপহরণ করা হয়। মারধর করার পর অনুপ্রবেশকারী তকমা দিয়ে উকিলকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতিবান্ধা থানার পুলিশ। বিনা অপরাধে সেই ভারতীয় কৃষক প্রতিবেশী দেশের লালমণিরহাট জেলে বন্দি ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *