UK | “নিজের দেশে ফিরে যাও”, ব্রিটেনে শিখ মহিলাকে ধর্ষণের পর জাতি বিদ্বেষী হুমকি!

UK | “নিজের দেশে ফিরে যাও”, ব্রিটেনে শিখ মহিলাকে ধর্ষণের পর জাতি বিদ্বেষী হুমকি!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য দিবালোকে এক শিখ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল ব্রিটেনে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ওল্ডবারি শহরের টিম্বল রোড এলাকার একটি পার্কে। অভিযোগ, ২০ বছর বয়সী ওই তরুণীকে দুজন পুরুষ ধর্ষণ করে। এমনকি এই জঘন্য অপরাধের সময় হামলাকারীরা ওই তরুণীকে “নিজের দেশে ফিরে যাও” বলে হুমকিও দেয়। পুলিশ এই ঘটনাকে জাতিগত বিদ্বেষমূলক অপরাধ হিসেবে অভিহিত করে সন্দেহভাজনদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দুই হামলাকারীকে শ্বেতাঙ্গ পুরুষ হিসাবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন স্থূলকায় এবং তার মাথা কামানো ছিল। সে একটি গাঢ় রঙের সোয়েটশার্ট ও গ্লাভস পরেছিল। অন্যজনের পরনে ছিল রূপালী চেইন সহ একটি ধূসর রঙের পোষাক।

পুলিশ সাধারণ মানুষের কাছে এই ঘটনা সম্পর্কিত সিসিটিভি, ড্যাশক্যাম বা মোবাইলের ফুটেজ থাকলে তা দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বলেছে, “এটি একটি ভয়াবহ হামলা ছিল। যারা ওই এলাকায় ওই দুই পুরুষকে দেখেছে বা যাদের কাছে সিসিটিভি বা ড্যাশক্যামের ফুটেজ রয়েছে, তাঁদের দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”

এই ঘটনার ফলে শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। লেবার পার্টির এমপি প্রীত কৌর গিল (Preet Kaur Gill) এই হামলার তীব্র নিন্দা করেছেন। এই প্রসঙ্গে তিনি এক্স-এ (পূর্বের টুইটার) একটি পোস্টে লিখেছেন, “এই দেশে তাঁরও(নির্যাতিতার) স্থান আছে। ওল্ডবারি বা ব্রিটেনের কোথাও বর্ণবাদ এবং নারী-বিদ্বেষের কোনও স্থান নেই।” তিনি এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে এবং শিখ সম্প্রদায়ের নিরাপত্তা বাড়াতে পুলিশের সঙ্গে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।



Source link

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *