শিলিগুড়ি: ইউজিসি নেট (UGC NET) (জেআরএফ)-এ জুলজিতে সর্বভারতীয় স্তরে ৮৭ র্যাংক করলেন শিলিগুড়ির সৌপর্ণ ঘোষ। মাইক্রো প্লাস্টিকের জেরে কীভাবে নদী দূষণ হচ্ছে, তা নিয়ে গবেষণা করতে চান তিনি। সুভাষপল্লির বাসিন্দা সৌপর্ণ শিলিগুড়ি বয়েজ হাইস্কুল থেকে ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। ২০২২ সালে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে জুলজিতে স্নাতক হন। বিধাননগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতকোত্তর করেন ২০২৪-এ।
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একটি প্রোজেক্টে মহানন্দা ও তিস্তায় দূষণ নিয়ে কাজ করছেন সৌপর্ণ। তিনি বলেন, ‘স্নাতকোত্তরে ইকোটক্সিকলজির ওপর স্পেশালাইজেশন করেছিলাম। মাইক্রো প্লাস্টিকের জন্য নদী কীভাবে দূষিত হচ্ছে, এর ফলে জলজ প্রাণীর কী কী ক্ষতি হচ্ছে, তা নিয়ে গবেষণা করব। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই এই ইচ্ছে জেগেছিল।’
সৌপর্ণ জানান, মহানন্দা, তিস্তায় দূষণ অনেকটাই বেড়েছে। এর প্রভাব পড়ছে জলজ প্রাণীদের ওপর। তবে শুধু মহানন্দা নয় রাজ্যের বাকি নদী, বিলগুলোর কী পরিস্থিতি, তা নিয়েও গবেষণার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন এই কৃতী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করতে চান সৌপর্ণ।