উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উদয়পুর (Udaipur) ঘুরতে আসা এক ফরাসী পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। এই মহিলা পর্যটককে রাজস্থানে উদয়পুর শহর ঘুরে দেখানোর প্রস্তাব দেন ওই যুবক। অভিযোগ, মহিলাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। পরে থানায় অভিযোগ দায়ের হওয়ায় পুলিশ যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
গত ২২ জুন দিল্লি থেকে রাজস্থানের উদয়পুর ঘুরতে আসেন ওই ফরাসি পর্যটক। নির্যাতিতা পুলিশের কাছে দায়ের করা এফআইআরে জানিয়েছেন, তিনি অম্বমাতা এলাকায় একটি হোটেলে উঠেছিলেন। সোমবার রাতে একটি ক্যাফেতে পার্টিতে যোগ দেন তিনি। সেখানেই ওই যুবকের সঙ্গে পরিচয় হয়। যুবকটি তাঁকে উদয়পুরের নানা দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। এরপরই যুবক ঘোরাতে নিয়ে যাওয়ার কথা বলে তাঁকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তাকে ঘনিষ্ট হওয়ার প্রস্তাব দেয় অভিযুক্ত। কিন্ত তিনি আপত্তি জানালে জোর করে তাঁকে ধর্ষণ করা হয়। তাঁর ফোনের চার্জ না থাকায় তিনি কাউকে ফোন করে সাহায্য চাইতে পারেননি। কোনওমতে যুবকের ফ্ল্যাট থেকে বের হয়ে স্থানীয়দের সাহায্যে তিনি থানায় গিয়ে যোগাযোগ করেন। পুলিশ অভিযুক্ত যুবককে খুঁজছে বলে জানা গেছে।