উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের (Earthquake) কেঁপে উঠেছে রাশিয়ার (Russia) কামচাটকা উপদ্বীপ। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৮.৮। এই ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা (Tsunami Alert) জারি করা হয়েছে বিভিন্ন দেশে। ইতিমধ্যেই রাশিয়ার কুরিল দীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোক্কাইডোর বেশ কিছু এলাকায় আছড়ে পড়েছে সুনামি।
তবে আপাতত সুনামির ঝুঁকিতে যে দেশগুলিতে রয়েছে তা নিয়ে একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে আমেরিকা। যেখানে দেখানো হয়েছে কোন কোন অঞ্চলে আছড়ে পড়তে পারে সমুদ্রের ঢেউ। ০.৩ থেকে ৩ মিটার উঁচু জলোচ্ছ্বাসের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিকে ভাগ করা হয়েছে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থার (US Tsunami Warning System) তরফে প্রকাশিত ওই তালিকায় ৩ মিটারের বেশি (১০ ফুট) ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে- রাশিয়া, ইকুয়েডর, উত্তর-পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জে
১ থেকে ৩ মিটারের মধ্যে ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে- চিলি, কোস্টারিকা, ফরাসি পলিনেশিয়া, গুয়াম, হাওয়াই, জাপান, জার্ভিস দ্বীপ, জনস্টন অ্যাটল, কিরিবাতি, মিডওয়ে দ্বীপ, পালমিরা দ্বীপ, পেরু, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জে
০.৩ থেকে ১ মিটারের মধ্যে ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে- অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, চুক (মাইক্রোনেশিয়া), কলম্বিয়া, কুক দ্বীপপুঞ্জ, এল সালভাদর, ফিজি, গুয়াতেমালা, হাওল্যান্ড এবং বেকার দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, কারমাদেক দ্বীপপুঞ্জ, কোসরে, মার্শাল দ্বীপপুঞ্জ, মেক্সিকো, নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নিউ, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, পালাউ, পানামা, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ, পোনপেই, তাইওয়ান, টোকেলাউ, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু, ওয়েক আইল্যান্ড, ওয়ালিস এবং ফুটুনা, আমেরিকান সামোয়া, ইয়াপে
তবে ০.৩ মিটারেরও কম (সামান্য সতর্কতা) ঢেউ আছড়ে পড়তে পারে ব্রুনেই, চিন, উত্তর কোরিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে।