উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজধানী এক্সপ্রেস সহ দুটি ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা উত্তরপ্রদেশের হারদোইয়ে। তবে চালকদের তৎপরতায় দুই ক্ষেত্রেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেল ৫টা ৪৫ নাগাদ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস লখনউয়ের দিকে যাচ্ছিল। সেই সময় হারদোই-লখনউ রুটের দালেলনগর এবং উমরতলি স্টেশনের মাঝে রেললাইনে কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন লোকোপাইলট। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে তিনি ট্রেন থামিয়ে দেন। চালক বিষয়টি দালেলনগরের স্টেশন মাস্টারকে জানান। কাঠ সরিয়ে প্রায় দশ মিনিট পর ফের যাত্রা শুরু করে রাজধানী।
ঠিক একইভাবে কাঠগোদাম-লখনউ এক্সপ্রেসও লাইনচ্যুত করার চেষ্টা হয়েছিল। চালক সময়মতো ট্রেন থামিয়ে দেওয়ায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেলকর্তা, জিআরপি, আরপিএফ এবং স্থানীয় পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখেছেন। রেলের তরফে এবিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে স্থানীয় সূত্রের খবর, দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।