উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কা বৈঠককে স্বাগত জানাল ভারত। শান্তি স্থাপনে তাঁদের নেতৃত্বের প্রশংসা করেছে বিদেশ মন্ত্রক। বৈঠকের প্রশংসা করে জারি করা হয়েছে বিবৃতি। রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
শনিবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কা শীর্ষ সম্মেলনকে স্বাগত জানায় ভারত। শান্তি স্থাপনে তাঁদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়। ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান দেখতে চায় বিশ্ব। কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সংঘাত থামানো সম্ভব।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে শুক্রবার আলাস্কায় বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও পুতিন। প্রায় তিন ঘণ্টার বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।