Trump Pronounces ‘Gold Card’ | ‘গোল্ড কার্ড’-এর ঘোষণা ট্রাম্পের, ৪৩ কোটিতে মিলবে মার্কিন নাগরিকত্ব

Trump Pronounces ‘Gold Card’ | ‘গোল্ড কার্ড’-এর ঘোষণা ট্রাম্পের, ৪৩ কোটিতে মিলবে মার্কিন নাগরিকত্ব

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘গোল্ড কার্ড’-এর ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা আসলে মার্কিন নাগরিকত্বের প্রমাণ। পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা) খরচ করলেই মিলবে ‘গোল্ড কার্ড। মঙ্গলবার এমনই ঘোষণা করেছেন ট্রাম্প। এতদিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে আমেরিকায় অভিবাসীরা নাগরিকত্ব পেতেন।

ট্রাম্পের বলেছেন, ‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনীরা এই কার্ড কিনে এদেশে আসতে পারবেন। এখানে এসে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন।’ তবে কীভাবে ‘গোল্ড কার্ড’ পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ‘গোল্ড কার্ড’ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দ্বিতীয় বার মার্কিন মুলুকে ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করা জিনিসপত্রের ওপর চাপিয়েছেন শুল্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *