উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বেশ কয়েক মাস পরে ফের হোয়াইট হাউসে (White Home) গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky)। ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে পৌঁছলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এবার তিনি কিন্তু একা ছিলেন না। সেখানে ইউরোপীয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রনেতাদের দেখা যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রথমে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর ইউরোপীয়ান ইউনিয়নের (European Union) নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিস্তারিত আলোচনা কিছুটা হলেও বাইরে এসেছে।
বৈঠক চলাকালীনই ট্রাম্প (Trump) জানিয়েছেন, সংঘর্ষ রুখতে চেষ্টা জারি রয়েছে। তবে তার জন্য একটা ত্রিপাক্ষিক বৈঠকের প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, আমার মনে হয় তখনই সব কিছু ঠিক হবে, যখন আমরা একটা ত্রিপাক্ষিক বৈঠকে বসব।
এরপর জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই যুদ্ধ শেষ হবেই। সকলেই সেটা চান।
তবে বৈঠক চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনে কথা বলার বিষয়টি জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। তাঁর দাবি, পুতিন জানিয়েছেন আগামী দু’সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সেই বৈঠক কবে এবং কোথায় হবে তা এখনও ঠিক করা হয়নি।
বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন, খুব ভাল বৈঠক হয়েছে। অপরদিকে ট্রাম্পের দাবি, সম্মিলিত চুক্তির মাধ্যমে এমন ভাবে সংঘর্ষে ইতি টানা হবে যে, অদূর ভবিষ্যতে এনিয়ে যাতে আর কোনও সমস্যা না থাকে।