উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelensky) পছন্দ করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাই জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পুতিনের অনীহা রয়েছে। পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে এমনটাই মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প (Donald Trump)। তাঁর এমন মন্তব্যের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে প্রশ্ন উঠে গেল।
দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকে ওই দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে তৎপরতা শুরু করেছেন ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামাতে পারেননি তিনি।
সম্প্রতি রাশিয়া এবং কিভের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন ট্রাম্প। প্রথমে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। পরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ও ইউরোপীয় ইউনিয়নের (European Union) বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের মাঝে পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প।
এরপর ট্রাম্প জানান, পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তারপর ট্রাম্পের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হবে। প্রথমে রাশিয়া ও ইউক্রেন দু’দেশই দ্বিপাক্ষিক স্তরে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছিল। তবে এখনও পর্যন্ত বৈঠক করা সম্ভব হয়নি। কবে বৈঠক হবে, তাও স্পষ্ট নয়।
তাই ওই বৈঠক নিয়ে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি জানালেন,রুশ প্রেসিডেন্ট পুতিন জেলেনস্কিকে পছন্দ করেন না। ট্রাম্পের দাবি, গত সপ্তাহে ফের পুতিনের সঙ্গে কথা বলেছেন তিনি। পুতিনের সঙ্গে তাঁর ভাল ভাবে কথা হয়েছে। কিন্তু কোনও সদর্থক ফল মেলেনি। তবে ওই দুই দেশের মধ্যে যুদ্ধ থামাটা বেশ কঠিন হলেও শেষ পর্যন্ত যুদ্ধ থামবে বলে জানালেন ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে আমার প্রত্যেক বার ভাল ভাবে আলোচনা হয়। কিন্তু তারপরই কিভ বা অন্য কোথাও বোমা পড়ে। এতেই যুদ্ধ বিরতির সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়।