উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আর আগের মত ভাল বন্ধুত্ব নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) । এমনই দাবি করলেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন (John Bolton)। এছাড়াও অন্য আরও বিশ্বনেতা যাঁদের সঙ্গে ট্রাম্পের ভাল সম্পর্ক ছিল, তাঁদেরও সতর্ক করেছেন জন বোল্টন।
মোদি ও ট্রাম্পের সম্পর্কের কথা প্রায় সকলেই জানে। কখনও মোদির আমেরিকা সফর, আবার কখনও ট্রাম্পের ভারত সফর। সবময়ই দুই রাষ্ট্র নেতার মধ্যে গভীর রসায়ন লক্ষ্য করা গিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। নেপথ্যে রয়েছে ট্রাম্পের একতরফা ভাবে শুল্ক চাপানো।
দুই দশকের বেশি সময় ধরে ভারত এবং আমেরিকার মধ্যে যে সুসম্পর্ক বজায় ছিল, তা এখন প্রশ্নের মুখে। এজন্য ট্রাম্পকে দায়ী করেছেন বোল্টন।
ট্রাম্পের প্রথম জমানায় তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বোল্টন। তবে তিনি বরাবরা ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। অপরদিকে, ট্রাম্পও তাঁকে ভাল চোখে দেখেন না। ফলে ট্রাম্প প্রশাসনের রোষের মুখে পড়েছেন বোল্টন।
তাঁর কথায়, ‘মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভাল ছিল। আমার মনে হয়, এখন আর সেটা নেই। এটা সকলের জন্য একটা শিক্ষা।’ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকেও এবিষয়ে সতর্ক করেছেন বোল্টন।
তিনি মনে করেন, ভারত-মার্কিন সম্পর্ককে কয়েক দশক পিছিয়ে দিয়েছে ট্রাম্প। ট্রাম্পের এমন পদক্ষেপ মোদিকে আরও বেশি চিন এবং রাশিয়ার দিকে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে বেজিং নিজেকে আমেরিকা এবং ট্রাম্পের বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করছে।’
রাশিয়ার থেকে তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসাবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন। তাঁর মতে, ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতিই নয়াদিল্লিকে বেজিং-মস্কোর দিকে ঠেলে দিয়েছে।