উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফলবোঝাই ট্রাক উলটে মৃত্যু হল আটজনের। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার ৬৩ নম্বর জাতীয় সড়কে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটি কর্ণাটকের হাভেরি থেকে কুমতার দিকে যাচ্ছিল। তাতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। উত্তর কন্নড়ের আরেবাইল এবং গুল্লাপুরের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উলটে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। উদ্ধার কাজ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।