TRP Listing of bengali serial for this week

TRP Listing of bengali serial for this week

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা সপ্তাহের অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এল বাংলা ধারাবাহিকের হাতে গরম ফলাফল। এই সপ্তাহেও হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকগুলির মধ্যে। কেউ কাউকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তে রাজি নয়। কেমন হল এই সপ্তাহের ফলাফল। কোন ধারাবাহিক পেলো সবথেকে বেশি রেটিং?

এই সপ্তাহেও বেঙ্গল টপার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। এই ধারাবাহিকের টানটান গল্পের জন্য তা এখন রয়েছে দর্শকের হিটলিস্টে বেশ কয়েক সপ্তাহ ধরে। এই সপ্তাহে ইন্দ্রজিৎ-তৃণা জুটির ধারাবাহিক পেয়েছে ৬.৭ রেটিং। দ্বিতীয় স্থানে রয়েছে যৌথভাবে ‘পরিণীতা’ ও ‘ফুলকি’। এই দুই ধারাবাহিকের রেটিং একইসঙ্গে ৬.৪। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ১০০০ পর্ব অতিক্রম করা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহে বেঙ্গল টপার ‘রাঙ্গামতি তীরন্দাজ’ রয়েছে চতুর্থ স্থানে। এই ধারাবাহিকের রেটিং কমে এই সপ্তাহে হয়েছে ৬.১। পাঁচ নম্বরে রয়েছে ৫.৫ রেটিং নিয়ে ‘চিরসখা’। কমলিনীর জীবন এখন টুইস্টময়। আর সেই কারণেই দর্শক মুখিয়ে থাকছেন এই ধারাবাহিকের দিকে।



parshuram ajker nayak serial bengal topper in TRP
ছবি: ফেসবুক

সেরা পাঁচ থেকে ছিটকে গিয়ে এই সপ্তাহে ‘গৃহপ্রবেশ’ রয়েছে ষষ্ঠস্থানে। এই সপ্তাহে এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং ৫.৪। সপ্তমস্থানে যৌথভাবে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘কথা’ সিরিয়াল। এই সপ্তাহে পেয়েছে শ্যামলী- অনিকেত ও অন্যদিকে ‘গোবরদেবী’ ও ‘পাচকমশাই’-এর রসায়ন পেয়েছে যৌথভাবে ৫.৩ রেটিং। অষ্টমস্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালটি। এই সপ্তাহে প্রাপ্ত রেটিং ৪.৭। ৪.০ রেটিং নিয়ে এই সপ্তাহে নবমস্থানে রয়েছে ‘মিত্তির বাড়ি’। ‘গীতা এলএলবি’র রেটিং এই সপ্তাহে ৩.৬ এবং এই ধারাবাহিক রয়েছে দশমস্থানে।

এই সপ্তাহে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের রেটিং ৪, ‘তুই আমার হিরো’ পেয়েছে ২.৯, ‘আনন্দী’ পেয়েছে ২.৮, ‘শুভ বিবাহ’ পেয়েছে ২.৩, তেঁতুলপাতা’র রেটিং ২.১ এবং ‘বুলেট সরোজিনি’র রেটিং ১.৬।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *