উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্তে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে দুই দেশের জনা কয়েক নাগরিকের মধ্যে। এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের এক নাগরিক। আহত হয়েছেন দুই ভারতীয়। বাংলাদেশির মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছেন বর্ডার গার্ডস বাংলাদেশ। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের মৌলবী বাজার সীমান্তে।
জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষে বাঁধে ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের মৌলবী বাজার সীমান্তে দু-দেশের নাগরিকেরা সীমাম্ত এলাকায়। জমি বিবাদকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দেশের নাগরিকরা। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর জখম হন আহাদ আলি নামে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি মারা যান। এই মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশ। এই ঘটনায় আহত হয়েছেন দুই ভারতীয়। গ্রামবাসীদের দাবি, হতাহতরা একে অপরের আত্মীয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কাঁটাতারের বেড়ার ওপারে জমিতে চাষ করে গিয়েছিল ভারতীয় চাষীরা। সেই সময় ভারতীয়দের চাষ করতে বাধা দেয় স্থানীয় কিছু বাংলাদেশি। এরপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিবাদের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বিএসএফ ও বিজিবি। যদিও ওয়াকিবহাল মহল মনে করছে দু-দেশের মধ্যে চলমান বিবাদের জেরেই এই সংঘর্ষ।