TRF | টিআরএফ-কে ‘বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন’ ঘোষণা আমেরিকার, নেপথ্যে পহেলগাঁও হামলা!

TRF | টিআরএফ-কে ‘বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন’ ঘোষণা আমেরিকার, নেপথ্যে পহেলগাঁও হামলা!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার একটি পরিচিত শাখা সংগঠন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-কে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন’ (International Terrorist Organisation – FTO) হিসাবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলায় ২৬ জনের মৃত্যুর কয়েক মাস পর এই পদক্ষেপ নেওয়া হল।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, “আজ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-কে একটি মনোনীত বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন (FTO) এবং বিশেষভাবে মনোনীত আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর (SDGT) তালিকায় অন্তর্ভুক্ত করছে।” মার্কিন কর্মকর্তারা পহেলগাঁও হামলাকে ২০০৮ সালের মুম্বই হামলার পর ভারতে অসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা হিসাবেও বর্ণনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা, সন্ত্রাসবাদের মোকাবিলা এবং পহেলগাঁওয়ের ঘটনায় ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ।”

দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF), যা ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামেও পরিচিত, প্রাথমিকভাবে পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। তবে, কয়েকদিন পর তারা তাদের বিবৃতি প্রত্যাহার করে এবং এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে। উল্লেখ্য, লস্কর-ই-তৈবা, একটি ইসলামপন্থী জঙ্গি সংগঠন যা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইতিমধ্যেই “বিদেশী সন্ত্রাসবাদী গোষ্ঠী” হিসাবে মনোনীত। ভারত এবং বিশ্বের অন্যান্য অংশে একাধিক সন্ত্রাসবাদী হামলার জন্য অভিযুক্ত এই সংগঠনটি। ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার দায় বর্তেছে এই সংগঠনটির ওপরেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *