Tremendous Storm Ragasa lashes jap Taiwan

Tremendous Storm Ragasa lashes jap Taiwan

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়ল দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া সুপার টাইফুন রাগাসা। সেখানকার সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট হাব হুয়ালিয়েনে ঝড়ের প্রকোপে পড়েছে বহু মানুষ। বিপর্যয়ের ধাক্কায় এখনও নিখোঁজ ১২৪ জন। নিহত অন্তত ১৪।

গত সোমবার থেকেই সুপার টাইফুন রাগাসা দাপট দেখাচ্ছিল তাইওয়ানের উপকূলে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি আছড়ে পড়েছে চিনের দক্ষিণ উপকূল ও হংকংয়ে। হয়েছে ভারী বৃষ্টিও। জানা গিয়েছে, ফিলিপাইন্সের উপকূলে আছড়ে পড়ার সময় রাগাসার গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার। এই দ্বীপটি থেকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছাকাছি।

Super Typhoon Ragasa lashes eastern Taiwan

এখনও পর্যন্ত এই বিপর্যয়ে কেবলমাত্র গুয়াংফু থেকেই হতাহতের খবর মিলেছে। গ্রামটির বাসিন্দা এক হাজারেরও বেশি। সেখানেই প্রবল ঝড় ও বিপুল বৃষ্টিতে ভেঙে পড়েছে সেতু। অনেকেই এখনও আটকে রয়েছেন সেখানে।

গুয়াংফুর এক পোস্টম্যান জানাচ্ছেন, ঝড়ের ধাক্কায় জলে বিরাট বিরাট স্রোত লক্ষ করা গিয়েছে। এবং সেই ঢেউ প্রায় সুনামিরই মতো! ওই পোস্টম্যানের দাবি, জল এলাকায় প্রবেশ করতেই তিনি লাফিয়ে পোস্ট অফিসের তিনতলায় ঢুকে পড়েন। পরে ফিরে এসে দেখেন তাঁর গাড়ি জলের তোড়ে লিভিং রুমে ঢুকে পড়েছে। টাইফুনের নানা ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *