কলকাতাঃ আইএসএল শুরুর আগেই গোয়াতে হতে চলেছে কলকাতা ডার্বি। আগামী ৩১ অক্টোবর সুপার কাপে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। সুপার কাপের গ্রুপ পর্যায়ের ড্র এদিন হয়ে গেল ফুটবল হাউসে। গতবারের সেরা দুই দল হিসাবে ‘এ’ ও ‘বি’ গ্রুপে যে মোহনবাগান ও এফসি গোয়াকে রাখা হবে, একথা আগেই জানানো হয় উত্তরবঙ্গ সংবাদের পাঠকদের। বাকি আইএসএলের ১২ এবং আই লিগের চার দলের মধ্যে বেঙ্গালুরু এফসি গ্রুপ ‘সি’-র এবং গ্রুপ ‘ডি’-র এক নম্বর দল হয় যথাক্রমে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি। কিন্তু চমকটা ছিল ড্রয়ের অন্য জায়গায়। যখন গ্রুপ ‘এ’-র তৃতীয় দল হিসাবে নাম ওঠে ইস্টবেঙ্গলের। এই গ্রুপের বাকি দুই দল চেন্নাইয়ান এফসি ও রিয়াল কাশ্মীর এফসি। ২৫ ও ২৮ অক্টোবর গ্রুপের বাকি দুই ম্যাচে মোহনবাগান খেলবে যথাক্রমে চেন্নাইয়ান ও রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে। ঠিক একইভাবে ২৫ তারিখ ইস্টবেঙ্গলের ম্যাচ রিয়াল কাশ্মীর এবং ২৮ তারিখে চেন্নাইয়ানের বিপক্ষে। গ্রুপ ‘বি’-তে গোয়ার সঙ্গে বাকি তিন দল হল জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও ইন্টার কাশী। কলকাতার তিন নম্বর দল মহমেডান স্পোর্টিং ক্লাব খেলবে গ্রুপ ‘সি’-তে বেঙ্গালুরু, পাঞ্জাব এফসি ও গোকুলাম কেরালা এফসি-র সঙ্গে। তাদের খেলা ৩০ অক্টোবর ও ২ এবং ৫ নভেম্বর যথাক্রমে পাঞ্জাব ও গোকুলামের সঙ্গে। মুম্বই সিটি এফসি ছাড়া গ্রুপ ‘ডি’-র বাকি দলগুলি কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি ও রাজস্থান ইউনাইটেড এফসি।
২৫ অক্টোবর শুরু হয়ে ৬ নভেম্বর শেষ গ্রুপের খেলা। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, সেমিফাইনাল ও ফাইনালের তারিখ পরে জানানো হবে। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনালে যাবে। অর্থাৎ নক-আউটে দুই প্রধানের এক দলকে দেখা যাচ্ছে না।