উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে উঠেছে বিজয়। কিন্তু তাঁর বিপুল জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে।
এক সপ্তাহ আগে তামিলনাড়ুর (Tamil Nadu) কারুরে অভিনেতা বিজয়ের (Actor Vijay) একটি রাজনৈতিক মিছিলে যে দুর্ঘটনা হয়েছে সেই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় শতাধিক।
এনিয়ে মাদ্রাজ হাইকোর্টের (Madras Excessive Court docket) তোপের মুখে পড়েন এই দক্ষিণী সুপারস্টার। এই দুর্ঘটনাকে ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত বলে তোপ দাগেছেন বিজেপি নেত্রী খুসবু সুন্দর। তিনি বলেন, রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন ভিড় নিয়ন্ত্রণে সরকারের চরম গাফিলতি ছিল। মনে হচ্ছে, গোটা ঘটনাটাই সরকারের পূর্ব পরিকল্পিত ছিল। ডিএমকে আগে থেকেই জানত ওইদিন মিছিলে কী পরিমাণ ভিড় হতে পারে। কিন্তু তাও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। এত বড় ঘটনার পরও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নীরব। তাঁর মুখ খোলা উচিত।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে এমন ভয়াবহ দুর্ঘটনা হয়। মিছিলে ১০ হাজার মানুষ উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হয়েছিল। কিন্তু সেখানে ২৭ হাজারের বেশি মানুষ ভিড় জমিয়েছিল। এদিকে নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘন্টা পর বিজয় সভাস্থলে আসেন। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে উপস্থিত মানুষজন ধৈর্য্য হারিয়ে ফেলেন। দীর্ঘক্ষণ সাধারণ মানুষ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকলেও আয়োজকদের তরফে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর বিজয় সেখানে প্রবেশ করার পর ভাষণ দিতে শুরু করলে আরও সামনে এগিয়ে আসতে থাকে জনতা। ওই সময় ভিড়ের চাপে অজ্ঞান হয়ে পড়েন অনেক মানুষ।
অভিনেতা বিজয়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে তিনি অনুমতি ছাড়াই রোড শো করেছেন। এদিকে, কারুরে এমন দুর্ঘটনার পর সোমবার সকালে বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকি ফোন আসে। ইস্ট কোস্ট রোড এলাকার পুলিশ জানিয়েছে, ফোন করে এক ব্যক্তি জানান, অভিনেতার বাড়িতে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি করে। কিন্তু কিছু মেলেনি।