Toy Practice Service | পুজোর মুখে বন্ধ টয়ট্রেন পরিষেবা

Toy Practice Service | পুজোর মুখে বন্ধ টয়ট্রেন পরিষেবা

ব্লগ/BLOG
Spread the love


রাহুল মজুমদার, শিলিগুড়ি: ফের পাহাড়ে ধস। পুজোর মুখে বন্ধ হয়ে গেল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং রুটের টয়ট্রেন পরিষেবা (Toy Practice Service)। পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চালাতে আরও অন্তত তিনদিন সময় লাগবে বলে জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। তাই শুক্রবার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা বাতিল করা হয়েছে। ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। বাতিল করা হয়েছে অগ্রিম বুকিং। টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রেল। লাইন মেরামত করে ১৫ তারিখ ট্রায়াল রানের কথা। সফল হলেই ১৬ তারিখ থেকে ফের পাহাড়ের গা বেয়ে খেলনাগাড়ি ছুটতে শুরু করবে। ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরীর বক্তব্য, ‘ধসের কারণে ট্রেন বাতিল করা হল। সব ঠিক থাকলে ১৬ তারিখ থেকে ফের চালানো হবে।’

বর্ষায় পাহাড়ে ধস নামা নতুন বিষয় নয়। চলতি বছর পুজো-পর্যটনে গুরুত্ব দিয়ে পর্যটকদের চাহিদা মাথায় রেখে নতুন তিনটি জয়রাইড চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর। পুজো খানিকটা এগিয়ে এসেছে এবার। অন্যদিকে, এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাতে রংটং থেকে তিনধারিয়ার মাঝে একাধিক জায়গায় ধস নামে। টয়ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়। ধস সরিয়ে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে। ওই সময়কালে পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

উৎসবের দিনগুলোতে এধরনের সমস্যা তৈরি হলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে দাঁড়াবে। কারণ, বুকিংয়ের ব্যাপক চাপ থাকে সেসময়। তাই আগাম সতর্কতা হিসেবে বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর। দলটি ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। ধসে লাইন ক্ষতিগ্রস্ত হলে যত দ্রুত সম্ভব লাইন মেরামতের জন্য তারা কাজ করবে। দুর্গাপুজোর পর দীপাবলি, বড়দিন এবং বর্ষবরণেও বিশেষ দলকে কাজে লাগানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *