উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সুকনা ও রংটংয়ের পথে লাইনচ্যুত হয়ে পড়ল টয়ট্রেন। মোড় ঘুরতে গিয়ে টয়ট্রেনের একটি কামরার চাকা লাইন থেকে পড়ে যায়। ট্রেনে সেই সময় ৩৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী পর্যটকও ছিলেন বলে জানা গেছে।
ট্রেনটি আচমকা থেমে যেতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় সঙ্গে সঙ্গেই শিলিগুড়ি জংশন থেকে বিশেষ দল এলাকায় পৌঁছে যায়। তারা পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ট্রেনটিকে লাইনে তুলে দেন। ডিএইচআরের তরফে জানানো হয়েছে, ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। কেউ হতাহত হননি।