উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমাদের দাঁত ভালো রাখার পাশাপাশি পরিষ্কার রাখতে সাহায্য করে টুথপেস্ট। তবে শুধু দাঁত পরিষ্কার নয়, বাড়ির আরও অনেক জিনিস পরিষ্কার করতে পারে টুথপেস্ট (Toothpaste)। সেগুলি কী কী? জেনে নিন।
জুতো পরিষ্কার
জুতো পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট। বিশেষত সাদা জুতো থেকে দাগছোপ তুলতে কাজে আসে এটি। রবারের জুতো হলেও এই টোটকা দারুণ কাজে আসবে। প্রথমে জুতোর উপর টুথপেস্ট মাখিয়ে রাখুন। ১৫ মিনিট পর বাতিল ব্রাশ দিয়ে ঘষে নিন। এতে সমস্ত ময়লা, দাগছোপ পরিষ্কার হয়ে যাবে।
হাতের দুর্গন্ধ
রসুন ছাড়ানোর পর কিংবা মাছ-মাংস ধোয়ার পর হাত থেকে দুর্গন্ধ বের হয়। এই গন্ধ দূর করতে দু’হাতে টুথপেস্ট ও লেবুর রস মেখে নিন। এতে দু’মিনিটের মধ্যে হাত থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে।
দেওয়াল পরিষ্কার
অনেক সময় বাচ্চা বাড়িতে খেলতে খেলতে মোম রং দিয়ে গোটা দেওয়ালে দাগ কেটে দেয়। এক্ষেত্রে দেওয়ালের হাল সামান্য ফেরাতে যে জায়গায় রং লাগা রয়েছে, তার উপর টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ভিজে তোয়ালে বা নরম ব্রাশ দিয়ে স্ক্রাব করে নিন। শেষে অবশ্যই ভিজে তোয়ালে দিয়ে দেওয়াল মুছে নেবেন। এতে দেওয়ালে থাকা রংয়ের দাগ সামান্য হলেও উঠতে পারে।
বেসিন পরিষ্কার
বেসিন পরিষ্কার করতে টুথপেস্ট কাজে লাগাতে পারেন। বেসিনের গায়ে টুথপেস্ট লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে স্ক্রাবার দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিন। এতে বেসিনের গায়ে লেগে থাকা সমস্ত দাগছোপ পরিষ্কার হয়ে যাবে।
The submit Toothpaste | খালি দাঁতের যত্নে নয়, আর কী কী পরিষ্কারে কাজে লাগে টুথপেস্ট? appeared first on Uttarbanga Sambad.