উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Basis Day)। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে রয়েছে টিএমসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সভা। সেই সভায় প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) বক্তব্য রাখবেন। আর তার আগেই এদিন সকালে দলের ছাত্র সংগঠনের উদ্দেশে বাংলাকে উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন। পাশাপাশি সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন অভিষেকও।
বৃহস্পতিবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মমতা লেখেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তাঁরাও শামিল।’ এরপরই দলের ছাত্র সংগঠনের উদ্দেশে নেত্রীর বার্তা, ‘আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে।’
তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।
তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল।
আজকের এই বিশেষ দিনে আমি আমার…
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2025
পাশাপাশি এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় ছাত্র সংগঠনের উদ্দেশে বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমরা পরিবর্তন, অগ্রগতি এবং সামাজিক ন্যায়বিচারের আন্দোলনের নেতৃত্বদানে বাংলার যুবসমাজের স্থায়ী ভূমিকাকে স্বীকৃতি জানাই। টিএমসিপি তরুণদের তাঁদের কণ্ঠস্বর উত্থাপন করতে, আকাঙ্ক্ষা অনুসরণ করতে এবং উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। আমি প্রতিটি সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
On #TMCPFoundationDay, we acknowledge the enduring function of Bengal’s youth in main actions of change, progress and social justice. TMCP has remained a platform that empowers younger minds to boost their voices, pursue their aspirations and contribute to a brighter tomorrow.
I…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 28, 2025
প্রসঙ্গত, এবারের ছাত্র সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে দলগুলি। এই আবহে আজ মেয়ো রোডে টিএমসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সভা থেকে ছাত্র সংগঠনকে কী বার্তা দেবেন মমতা ও অভিষেক, সেদিকেই নজর থাকবে সকলের।