TMC MLA | ট্রেনের এসি কামরা থেকে ‘চুরি’ তৃণমূল বিধায়কের দু’টি মোবাইল, ফের প্রশ্নে রেলের নিরাপত্তা  

TMC MLA | ট্রেনের এসি কামরা থেকে ‘চুরি’ তৃণমূল বিধায়কের দু’টি মোবাইল, ফের প্রশ্নে রেলের নিরাপত্তা  

ভিডিও/VIDEO
Spread the love


জলপাইগুড়ি: ২১ জুলাইয়ের সমাবেশ সেরে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে (Darjeeling Mail) করে বাড়ি ফিরছিলেন রাজগঞ্জের (Rajganj) তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় (TMC MLA)। ট্রেনটির প্রথম শ্রেণির এসি কামরাতেই ছিলেন তিনি। কিন্তু সেই এসি কামরা থেকেই নিজের দু’টি দামি মোবাইল খোয়ালেন তৃণমূল বিধায়ক (Cell stolen)।

জানা গিয়েছে, মালদার পাকুড়ে নিজের সিটে মোবাইল দু’টি রেখেই বাথরুমে গিয়েছিলেন খগেশ্বর রায়। কিন্তু ফিরে এসে দেখেন সিটে মোবাইলগুলি নেই। এরপর এনজেপিতে নেমেই জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু ট্রেনের প্রথম শ্রেণির এসি কামরায় অ্যাটেনড্যান্ট থাকেন। তাহলে সেখান থেকে মোবাইল কীভাবে চুরি হতে পারে, তা নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনার পর রেলের নিরাপত্তা যে ফের প্রশ্নের মুখে, সেই অভিযোগই করেছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *