TMC factional battle | তৃণমূলের প্রাক্তন ব্লক সভানেত্রীর বাড়িতে হামলা, গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বক্সিরহাট  

TMC factional battle | তৃণমূলের প্রাক্তন ব্লক সভানেত্রীর বাড়িতে হামলা, গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বক্সিরহাট  

শিক্ষা
Spread the love


বক্সিরহাট: তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা হতেই দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বক্সিরহাট। তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কর্মাধ্যক্ষ চৈতি বর্মন বড়ুয়ার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দলেরই তুফানগঞ্জ-২ নব্য ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে।

অভিযোগ, ভাঙচুর চালানো হয় বাড়ির এসি, বৈদ্যুতিক মিটার, ঘরে থাকার সমস্ত আসবাবপত্র সহ জলের বেসিন ও রান্নাঘর। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ -২ ব্লকের মহিষকুচি -২ গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারীর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। দলনেত্রীর বাড়িতে হামলার ঘটনায় আসেন তুফানগঞ্জ -২ ব্লক সভাপতি নিরঞ্জন সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস, যুব সভাপতি মহেশ বর্মন প্রমুখ। গোটা ঘটনায় তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি ফুলচাঁদ বর্মন, সিভিক ভলান্টিয়ার রুলিয়ার হোসেন সহ মোট ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন চৈতি বর্মন বড়ুয়া।

চৈতি বর্মন বড়ুয়া বলেন, “কমিটি ঘোষণা হওয়ার আগেই নিরঞ্জন সরকার মহিষকুচি -২ গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রুপ তৈরি করেছিল। নতুন কমিটি ঘোষণা হতেই ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীরা আমার বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢুকে সমস্ত আসবাবপত্রে ভাঙচুর চালিয়েছে। আমি দীর্ঘ ৪১ বছর ধরে রাজনীতি করছি। একটা সময় জেলা পরিষদের সভাধিপতিও ছিলাম। কিন্তু এ ধরনের নোংরা রাজনীতি দেখিনি। অভিযুক্তদের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হয়েছি।”

যদিও এই নিয়ে সংবাদমাধ্যমে কোনওরকম প্রতিক্রিয়া দিতে রাজি হননি তুফানগঞ্জ-২ ব্লক সভাপতি নিরঞ্জন সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *