ওয়াশিংটন: ‘টাইম’ ম্যাগাজিনের ২০২৫-এর সংস্করণে কোনও ভারতীয়র নাম নেই। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নাম রয়েছে। ৮৪ বছর বয়সি নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসই তালিকায় উল্লেখিত ব্যক্তিদের মধ্যে প্রবীণতম। আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভান্স। বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নামের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রড্রোস আধানম ঘেব্রেয়েসাস, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, দক্ষিণ কোরিয়ার নেতা লি জে-মিয়ং প্রমুখের নাম আছে। রাজনীতি, বিজ্ঞান, বিনোদন ও ব্যবসার জগতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নামগুলি উঠেছে। গত বছর ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা দেব প্যাটেল, কুস্তিগির সাক্ষী মালিক, মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেলা, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের নাম ছিল। এবছর শূন্য।