উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় বন্ধ করা হল টিকটক (Tiktok Ban)। রবিবার থেকে এই অ্যাপটি আর ব্যবহার করতে পারছেন না মার্কিন ব্যবহারকারীরা। যা থেকে স্পষ্ট যে আমেরিকায় টিকটক নিষিদ্ধ আইন কার্যকর হয়ে গিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর কোনও সুরাহা করবেন বলেই আশাবাদী টিকটক কর্তৃপক্ষ।
মার্কিন যুক্তরাষ্ট্রে (US) প্রায় ১৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছেন। তাঁদের উদ্দেশে টিকটক কর্তৃপক্ষের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘দুঃখিত, টিকটক এখন আমেরিকায় উপলব্ধ নয়।’ একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, ‘আমরা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটকের ব্যবহার নিয়ে পুনরায় বিবেচনা করবেন।’ মনে করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় এলে টিকটকের উপর নিষেধাজ্ঞার খাঁড়া কিছুটা কমবে। কারণ টিকটককে আরও ৯০ দিন সময় দিতে পারেন তিনি।
প্রসঙ্গত, গত বছরই মার্কিন কংগ্রেসে পাশ হয়েছিল আমেরিকায় টিকটক পুরোপুরি নিষিদ্ধ করার আইন। চিনা সংস্থার মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে আমেরিকার অভিযোগ ছিল, এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। পরবর্তীতে আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চিনা সংস্থাটি। কিন্তু শুক্রবার শীর্ষ আদালতও এই আইন বহাল রাখার সিদ্ধান্তই জানিয়ে দেয়। জানানো হয়, টিকটকের চিনা কর্ণধাররা অ্যাপটিকে অন্য কোথাও বিক্রির সমঝোতায় না আসা পর্যন্ত জাতীয় নিরাপত্তার স্বার্থে আমেরিকায় নিষিদ্ধ থাকবে এই অ্যাপ।