TikTok | ট্রাম্পের আশ্বাসেই কাজ! বন্ধের কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকায় ফের চালু টিকটক

TikTok | ট্রাম্পের আশ্বাসেই কাজ! বন্ধের কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকায় ফের চালু টিকটক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার আমেরিকায় (US) বন্ধ হয়ে গিয়েছিল টিকটক (TikTok)। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আশ্বাসের পরই রবিবার ফের অ্যাপটি চালু হল আমেরিকায়। যার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট পদে বসার পরই একটি সরকারি নির্দেশিকার মাধ্যমে টিকটকের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। ওই অ্যাপ ৯০ দিন চালু রাখার সুযোগ দেবেন তিনি। তবে শর্ত রয়েছে ওই সময়ের মধ্যে টিকটকের বর্তমান কর্ণধার চিনা সংস্থাটিকে অ্যাপটির কমপক্ষে ৫০ শতাংশ মালিকানা কোনও আমেরিকান সংস্থার হাতে তুলে দিতে হবে। ট্রাম্পের মন্তব্যের পর ধন্যবাদ জানিয়ে টিকটকের তরফে বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার ফলে টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।’

প্রসঙ্গত, টিকটকের মালিকানা কোনও মার্কিন সংস্থার হাতে না এলে তা আমেরিকায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল জো বাইডেনের প্রশাসন। চিনা সংস্থার মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে আমেরিকার অভিযোগ ছিল, এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। ২০২৪ সালে টিকটক আমেরিকায় সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য আদালতে একটি আইন পাশ হয়। অ্যাপটি বিক্রি করতে রবিবার পর্যন্ত চিনা সংস্থাকে সময় দেওয়া হয়েছিল। যদিও এই বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন ট্রাম্প। পরবর্তীতে আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল চিনা সংস্থাটি। কিন্তু শুক্রবার শীর্ষ আদালতও এই আইন বহাল রাখার সিদ্ধান্তই জানিয়ে দেয়। ফলে ১৮ জানুয়ারি আমেরিকায় টিকটকের পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে ট্রাম্পের হস্তক্ষেপের পরই কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকায় পুনরায় ফিরে এল টিকটক। গোটা আমেরিকায় প্রায় ১৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *