The Kerala Story | ‘বিভাজনের আদর্শকেই বৈধতা দেওয়া হয়েছে’, দ্য কেরালা স্টোরিকে পুরস্কৃত করায় কেন্দ্রকে তোপ বিজয়নের

The Kerala Story | ‘বিভাজনের আদর্শকেই বৈধতা দেওয়া হয়েছে’, দ্য কেরালা স্টোরিকে পুরস্কৃত করায় কেন্দ্রকে তোপ বিজয়নের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের ঘোষণা হয়ে গেছে। এবার সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। ২০২৩ সালে এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক ছড়ায়। এই ছবিতে দেখানো হয়েছে কেরালা থেকে প্রায় ৩২ হাজার মহিলাকে ধর্মান্তরিত করে ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আইসিসে যোগদান করানো হয়েছে। ছবির কেন্দ্রে রয়েছেন ৩ মহিলা। যাদেরকে লাভ জিহাদের শিকার হিসেবে দেখানো হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে পুরস্কারের কথা ঘোষিত হওয়ার পরই এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বামশাসিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁর অভিযোগ, কেন্দ্র এই চলচ্চিত্রটিকে সম্মানিত করে ভুল তথ্য ছড়াচ্ছে, যা বাম-শাসিত রাজ্যের ভাবমূর্তি নষ্ট করেছে বলে তাঁর দাবি। বিজয়ন এক্স হ্যান্ডলে পোস্ট করে পুরস্কারের জুরিদের আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘কেরালার ভাবমূর্তি নষ্ট করার এবং সাম্প্রদায়িক ঘৃণার বীজ বপন করার উদ্দেশ্য নিয়ে স্পষ্ট ভুল তথ্য ছড়ানো একটি চলচ্চিত্রকে সম্মানিত করে  জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের জুরি বোর্ড সংঘ পরিবারের বিভাজনমূলক আদর্শকেই বৈধতা দিয়েছে।’

বিজয়ন বলেন, ‘কেরালার মাটি সর্বদা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সম্প্রীতি এবং প্রতিরোধের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, তারা এই সিদ্ধান্তের মাধ্যমে চরম অপমানিত হয়েছেন। কেবল মালয়ালিদের জন্য নয়, গণতন্ত্রে বিশ্বাসী সকলেরই সত্য এবং সাংবিধানিক মূল্যবোধের পক্ষে সরব হওয়া উচিত।’ কেরালার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি বলেন, ‘এই সম্মান জাতীয় পুরষ্কারের দাম কমিয়ে দেয়। এটা দুঃখজনক যে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণার প্রচারে ভরা একটি ছবিকে পুরষ্কার দেওয়া হচ্ছে। এটি শিল্পের জন্য সম্মান নয়, বরং সমাজকে বিভক্ত করার প্রচেষ্টার স্বীকৃতি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *